কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মোক্তারপুর, হাতিভাঙ্গা ও চাঁদপুরে অবৈধভাবে নদীর মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ৩৩৩ থেকে আসা অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা ইউনিয়নের মোক্তারপুর, হাতিভাঙা ও চাঁদপুর গ্রামে নদীর মাটি কেটে ভাটায় বিক্রি করার অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ অভিযানের সময় মূলহোতা পালিয়ে যায়। পরে রাস্তায় খোলা গাড়িতে মাটি পরিবহনের দায়ে দুজনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।