দামুড়হুদায় অটিজম বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীতা বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা অডিটরিয়ামে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ প্রকল্পের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। কর্মশালায় মাস্টার টেইনর ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমিত কুমার বিশ্বাস, দর্শনা সরকারি কলেজের প্রভাষক (ব্যবস্থাপনা বিভাগ) জহির উদ্দীন ও দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম। কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শতাধিক প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহকারী রফিকুল আলম ও কম্পিউটার অপারেটর উজ্জ্বল হোসেন।

Comments (0)
Add Comment