দামুড়হুদার হাউলী ইউনিয়নে ভিডাব্লিউবি পুষ্টি চাল বিতরণ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের অধীনে পুষ্টি চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি। হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলী, শাহাজামাল হোসেন, আব্দুল্লাহ সেলিম, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান পটু, আব্দুল হান্নান হানাই, ইউপি সচিব নঈম উদ্দিন প্রমুখ। হাউলী ইউনিয়ন পরিষদের ৩৭৪ জন উপকারভোগীদের মাঝে পুষ্টি চাল বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment