দামুড়হুদার লোকনাথপুরে  ইয়াবাসহ একজন আটক

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ আল আমিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী আল আমিন জীবননগর উপজেলার উথলি গ্রামের আব্দুল দাওয়ানের ছেলে। গতকাল শনিবার সন্ধা ৭টার দিকে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই মারজান আল মোনায়েম, এএসআই মসলেম উদ্দীন লোকনাথপুর গ্রামস্থ লোকনাথপুরসহ শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আল আমিনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১০পিস ইয়াবা উদ্ধার করে। গতকাল রাতে আটক আল আমিনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানাগেছে।

Comments (0)
Add Comment