কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা ইউনিয়নের মোক্তারপুর গ্রামে স্ত্রীর দাবি নিয়ে এক সন্তানের জননী তার প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। গত রোববার দিনগত গভীর রাতে মোক্তারপুর গ্রামের মসজিদ পাড়ার ইবাদতের মেয়ে ১ সন্তানসহ নাসরিন খাতুন স্ত্রীর দাবি নিয়ে একই গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ২ সন্তানের জনক মাহবুবের বাড়িতে ওঠেন। প্রথমে বিষয়টি মাহবুব মেনে না নিলে গ্রামের লোকজনের চাপে নাসরিনকে বিয়ে করার কথা স্বীকার করে। এ বিষয়ে মাহবুবের কাছে জানতে চাইলে তিনি জানান, নাসরিনের সাথে ৬ মাস আগে আমার বিয়ে হয়েছে। বিয়ের কাগজ আছে। আমার প্রথম স্ত্রীও আমার সাথেই থাকে। এ বিষয়ে নাসরিনের সাথে কথা বললে তিনি জানান, আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমার আগের স্বামী বিদেশে থাকে। তাকে আমি ডিভোর্স দিয়েছি। এখন আমি স্ত্রীর মর্যাদা চাই। বর্তমানে নাসরিন ২ সন্তানের জনক মাহাবুবের বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।