জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিশান (১৫) নামের কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল সোমবার বেলা ৩টার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ওই ছাত্রী নিজ বাড়ির পাশের বাগানে খেলা করছিলো। এমন সময় পাখিপাড়ার বেল্টু রহমানের ছোট ছেলে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঝরেপড়া ছাত্র নিশান (১৫) বনভোজন করার কথা বলে তাকে ডাক দেয়। স্কুলছাত্রী যেতে না চাইলে মুখ চেপে ধরে নিজ চাচা মন্টুর পাকা পায়খানার ভেতর নিয়ে যায়। দরজা লাগিয়ে জোরপূর্বক মুখ ও গলা চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে। ওই শিশুছাত্রী ছাড়া পেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা ও ছাত্রীর বোন দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে সে সব বলে দেয়। পরে স্কুলছাত্রীর পিতা প্রতিবেশীর সাহায্য নিয়ে বিষ্ণুপুর পুলিশ ফাঁড়িতে ফোন করে। খবর পেয়ে বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের সহযোগিতায় দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই শিশুকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে নিশানকে আটক করে দামুড়হুদা মডেল থানায় নিয়ে আনা হয়। এ বিষয়ে স্কুলছাত্রীর পরিবার জানিয়েছে, নিশানের বাবা-মা এসে টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দিতে বলেছে। আমরা রাজি হইনি বলে নিশানের বাবা মা আমাদের মারধর করতে আসে।
এ বিষয়ে ইউপি সদস্য আইনুদ্দীন ও এলাকাবাসী বলেছে, দেশের এমন কঠিন সময়ে এই ঘটনায় অভিযুক্ত নিশানের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। যেনো এমন ন্যাক্কারজনক ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা মামলার প্রস্তুতি চলছে।