দামুড়হুদা অফিস: দামুড়হুদার নাপিতখালী গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক জাহাঙ্গীর হোসেন গ্যাড়াকলে পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে দামুড়হুদার নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে দামুড়হুদার চিৎলা গ্রামের আশাদুলের ছেলে জাহাঙ্গীর হোসেন (২১) নাপিতখালী গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে যান। এ সময় নাপিতখালী গ্রামের লোকজনের সন্দেহ করে। এর কিছুক্ষণ পর সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই মেয়েটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করে। পরিবারের লোকজন রাতেই তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে তাকে। প্রেমিক জাহাঙ্গীর হোসেন ও প্রতিবেশী হাবিবুর রহমান রাতভর থানায় আটক থাকার পর সকালে উভয়ের পরিবারে বিষয়টি মীমাংসার চেষ্টার এক পর্যায়ে আনুমানিক দুপুর ২টার দিকে মেয়েটি বাড়ির সকলের অজান্তে হারপিক খায়। পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করে। বর্তমানে মেয়েটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার বাকিবিল্লাহ জানান, মঙ্গলবার রাতে একটি নারী ঘটিত বিষয়ে নাপিতখালী গ্রাম থেকে থানার এএসআই কার্তিক কুমার বসু জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।