স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ডে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিয়ার রহমান মতি। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতাউর রহমান বিপ্লব ও আব্দুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান বাবু, সদস্য জুনাইদ খান কনক, নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, জুড়ানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রনো, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাবু, নতিপোতা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পিজির উদ্দিন, সহসভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রশিদ, বাদশা ম-ল প্রমুখ।