দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে আসমত আলীর মতবিনিময়

দামুড়হুদা অফিস: দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে বিএনপি নেতা আসমত আলী মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার দিনভর নতিপোতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।

মতবিনিময়কালে বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসমত আলী বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরিফ উজ্জামান শরীফের হাতকে শক্তিশালী করে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিক করতে তাদের সাথে মতবিনিময় সভা করছি। ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন নতিপাতা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিএনপির নেতা শাহান আলী, ডালিম উদ্দীন, রুহুল আমিন, আলমগীর হোসেন, দামুড়হুদা উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দীন, দামুড়হুদা উপজেলা ছাত্রদল নেতা মিরাজ, নতিপোতা ইউনিয়ন যুবদল নেতা মতিয়ার রহমান, নাঈম, হাসান ময়রা, নতিপাতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, ছাত্রদল নেতা শাহীন প্রমুখ।

Comments (0)
Add Comment