দামুড়হুদার নতিপোতায় সরকারি রাস্তার জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা দক্ষিনপাড়া চৌরাস্তার মোড়ে সরকারি রাস্তার জমিতে পাঁকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। নতিপোতা গ্রামের পচা পালের ছেলে আয়ুব আলী সরকারি রাস্তার জমিতে দোকানঘর নির্মাণ করছেন। ভূক্তভোগীরা জানান, চৌরাস্তার মোড়ে সরকারি রাস্তার কোল ঘেষে দোকানঘর নির্মাণ করায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। জনসাধারণের চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, সরকারি রাস্তার জমিতে দোকানঘর নির্মাণ শুরু করলে স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউপি সদস্য নির্মাণকাজ বন্ধ করে দেন। বন্ধের কয়েকদিন পর আবারও নির্মাণকাজ শুরু করেছেন মালিক আয়ুব আলী। স্থানীয়রা প্রশ্ন তুলে বলেছেন, তার খুটির জোর কোথায়?  বিষয়টি সরেজমিনে পরিদর্শণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমির) আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি এলাকাবাসী।

Comments (0)
Add Comment