স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় নতিপোতা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুুল খালেক, ২নং বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভগিরথপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আকরাম হোসেন ও দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন। সাংবাদিক জহির রায়হান সোহাগের প্রাণবন্ত সঞ্চালনায় বিট পুলিশিং সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন। বক্তব্য রাখেন নতিপোতা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সদস্য আক্তারুজ্জামান বাবুল, ৩নং ওয়ার্ড সদস্য আকতার শেখ, ৪নং ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান, ৯নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ড সদস্য নাসরিন সুলতানা, হালিমা খাতুন ও নতিপোতা গ্রামের বিশিষ্ট ব্যক্তি ডা. আজগার আলী। এছাড়াও সমাবেশে সংশ্লিষ্ট বিটের প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল বলেন, নতিপোতা ইউনিয়ন এক সময় সন্ত্রাসকবলিত এলাকা ছিলো। এখন তা আর নেই। পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টার ফলে এই এলাকা থেকে সন্ত্রাস দমন করা সম্ভব হয়েছে। সমাজ থেকে তখনই অপরাধ নির্মূল করা সম্ভব যখন জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। দুষ্কৃতিকারীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে নিজে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরণের অপরাধ সমাজ থেকে নির্মূল করতে ও জনসাধারণের দোরগোড়ায় আইনিসেবা পৌঁছে দেয়ায় বিট পুলিশিংয়ের প্রধান লক্ষ্য। বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে বিট পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুুল খালেক বলেন, পুলিশ এখন অনেক মানবিক। জনগণের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক স্থাপন করতেই বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। আপনারা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাদাবাজ, দুষ্কৃতিকারীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলেই সমাজ থেকে অপরাধ দমন করা সম্ভব হবে। আর নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। তারা কোথায় যায় এবং কী করে? সে বিষয়ে খোঁজখবর রাখুন।