দামুড়হুদার ডিসি ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগরে ডিসি ইকোপার্কে শক্তি ফাউন্ডেশনের ৩১তম বর্ষ পালন উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ডিসি ইকোপার্কে চড়ুই ভাতি প্রাঙ্গনে শক্তি ফাউন্ডেশনের আইটি বিভাগের পরিচালক সিরাজুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রিজিওন হেড মো. দেলশাদ আলী, এরিয়া সুপার ভাইজার মীর রফিক হাসান, শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, শামিমুর রহমান, হারুন অর রশিদ, হিরনময় মন্ডল, মুসলিমা পারভিন প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মীর রফিক হাসান।

Comments (0)
Add Comment