দামুড়হুদা অফিস: দামুড়হুদার জয়রামপুর গ্রামের মাঠে অগ্নিকেণ্ডে পানবরজ পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, গত শনিবার মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনায় দামুড়হুদার জয়রামপুর চৌধুরীপাড়ার আবু তালেবের ছেলে কৃষক শফিকুল ইসলামের ১০ কাঠা পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ঘটনাটি জানতে পেরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান সরেজমিনে ক্ষতিগ্রস্ত কৃষকের পানবরজ পরিদর্শনে যান। এ সময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলামকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।