দামুড়হুদার চ-িপুরে সাংবাদিকদের সাথে মারমুখী আচরণ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার চ-িপুর গ্রামে এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। ওই নারীকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গেলে তাদের সাথে মারমুখী আচরণ করে মৃত নারীর পরিবারের লোকজন। গতকাল বৃহস্পতিবার চ-িপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাসূত্রে জানা গেছে, কুড়–লগাছি ইউনিয়নের চ-িপুর কবরস্থানপাড়ার রমজান আলীর ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী চায়না খাতুন অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে দর্শনার মডার্ন ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নির্যাতনের কারণে চায়না অসুস্থ হয়ে মারা যায় বলে এলাকায় গুঞ্জন ওঠে। এ ব্যাপারে এলাকার কতিপয় সাংবাদিক গতকাল সকাল ১০টার দিকে সরেজমিনে যান সংবাদ সংগ্রহের জন্য। এ সময় রমজানের ভাই ও তার পরিবারের লোকজন জানান চায়না স্বাভাবিকভাবেই মারা গেছেন। স্থানীয় বেশ কয়েকজন জানান কেউ শত্রুতামূলক হয়তো নির্যাতনের অভিযোগ তুলে থাকতে পারে। কিন্তু চায়নাকে কেউ নির্যাতন করেনি। সাংবাদিকরা জানান, এসময় আমরা চায়নার পরিবারের সাথে কথা বলছিলাম। আকস্মিক সদাবরি গ্রামের আবু মুত্তাজের ছেলে আবুল কালাম সেনা সদস্য পরিচয় দিয়ে আমাদের সাথে মারমুখী আচরণ করতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত হন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ আবু রাসেল, দর্শনা থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান ও কুড়ুলগাছি বিটপুলিশিংয়ের এসআই সাইফুল ইসলাম। এসআই সাইফুল জানান, আমরা ঘটনাস্থলে যাই। মহিলা পুলিশ দিয়ে দেখা হয়েছে। চায়নার গায়ে কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়া তাদের কাছে হাসপাতালের ডেড সার্টিফিকেট রয়েছে।

 

Comments (0)
Add Comment