কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের আ.লীগ নেতা সালামকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ভৈরবনগর পাড়ায় তাকে পিটিয়ে জখম করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চন্দ্রবাস গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে আব্দুস সালাম অভিযোগ করে বলেন, রাতে বাড়ি ফেরার সময় ভৈরবনগর পাড়ার হাবিবুরের চায়ের দোকানের সামনে একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মজিবার, হিরাজের ছেলে আব্দুল হাকিম, মিয়াজানের ছেলে শফিকুল ও কুদ্দুস এবং সামসুলের ছেলে জাহিদুল বাটাম দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এসময় পকেট থেকে নগদ টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।