কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়–লগাছিতে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংষর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কুড়–লগাছি আনন্দ বাজারপাড়ার ভোলা মালিতার ছেলে মারুফ মালিতার আমড়া গাছের ডাল তার পাশের বাড়ি মনা মালিতার বাড়ির ঘরের টিনের ওপর আছে মনা ডাল কেটে দিলে মারুফ মালিতার দুই ছেলে সালেকিন ও শামিম দুই ভাই দেশীয় অস্ত্র দিয়ে ৩ জনকে মারাত্মকভাবে জখম করে।
গ্রামবাসী জানান, মারুফের বাড়ির আমড়া গাছের ডাল পাশের বাড়ির মনা মালিতার টিনের ঘরের ওপর আছে যখনই আমড়া পাড়ে টিনের ওপর পড়ে ও শব্দ এবং টিনের ক্ষতি হচ্ছে বলে মনা ঘরের ওপর থাকা গাছের ডাল কেটে দেয়। এ সময় মারুফের দুই ছেলে ক্ষীপ্ত হয়ে মনাসহ তার পরিবারের লোকজনকে গালিগালাজ করতে থাকে। মনার পরিবার গাল দিতে নিষেধ করলে মারুফের দুই ছেলে সালেকিন ও শামিম মনা ও তার ছেলে শান্তকে বাশ দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে সালেকিন ও শামিম তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে হামলা চালায় মনার পরিবারের ওপর। এতে মনা মালিতা (৫৩), স্ত্রী মাসুরা খাতুন (৪৫), ছেলে শান্তকে (২৫) মারাত্মকভাবে জখম করে। আহতদেরকে উদ্ধার করে কুড়–লগাছি বাজারের শাহ মেডিকেলের ডা. মইনুল হাসান আহতদেরকে মাথায় সেলাই করে ও চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়। অপরদিকে সালেকিন (৩০) মাথায় প্রচ- আঘাত পায় এবং তার ভাই শামিম (২৫) আহত হয়। খবর পেয়ে কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. এনামুল করীম ইনু উভয় পরিবারের আহত ব্যক্তিদেরকে দেখতে যান ও শান্ত¦নাদেন এবং উভয় পরিবারকে নিয়ে বসে মীমাংসা করা হবে ।
এদিকে আহত মনা মালিতা মামলা করবে বলে জানান এবং আরো বলেন আমার বাড়ি থেকে বাহির হতে দিচ্ছে না। অপর দিকে সালেকিন বলেন, যেহেতু মনা আমার আপন চাচা একটি অঘটন ঘটে গিয়েছে আমি তাতে মর্মাহত। আমি কোন প্রকার মামলায় যাবো না। স্থানীয় চেয়ারম্যানকে আমি জানিয়েছি তিনি যে সিদান্ত নিবেন তা আমার পরিবার মেনে নিবে।