কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১নং ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বুধবার দুই প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের প্রার্থী মো. আনারুল হক মোরগ প্রতীক নিয়ে দুটি ভোট কেন্দ্রে সর্বমোট ৯৯৮ ভোট পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের আলমগীর হোসেনও দুটি ভোট কেন্দ্রে ৯৯৮ ভোট পান। নির্বাচনী আইন অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়ার্ড সদস্য প্রার্থী আনারুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। অপর প্রার্থী আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২৪ তারিখের নির্বাচনের জন্য প্রস্তুত আছি। এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার ইসাহকের কাছে জানতে চাইলে তিনি জানান গত বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় আবার ২৪ তারিখে ওই দুই প্রার্থীর অংশগ্রহণে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
কার্পাসডাঙ্গা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৭টার দিকে শিবনগর গ্রামে মজিবর রহমানের সভাপতিত্বে শিবনগরের হারান হালসোনা পরিবারের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো. জামাল, সাবেক মেম্বার সবুর আলী, ইউপি সদস্য আসলাম উদ্দিন, জাকির হোসেন। উপস্থিত ছিলেন আব্দুল মমিন, সাংবাদিক রতন বিশ্বাস, মেহেদী হাসান মিলন প্রমুখ।