দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বাজারের কাস্টমমোড়ে দুই মোটরসাইকেল চালককে অপ্রয়োজনীয় ঘোরাফেরার দায়ে ১৮২০ সালের ১৬৮ ধারায় দুজনকে ৫শ’ করে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে ৬৬ ধারায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, অফিস সহকারী রফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাহুর রহমানসহ একদল পুলিশ।

Comments (0)
Add Comment