ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ‘স’ মিলসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের কাউন্সিল মোড়ে বিভিন্ন ধারায় হাসান ‘স’ মিলে ২ হাজার টাকা, আলতাব হোসেনের ‘স’ মিলে ১ হাজার টাকা, ওমিদুল হোটেলকে ৫শ’ টাকা, লিটন আলীর ফাস্ট ফুডে ৫শ’ টাকা ও শাহীন হোটেলকে ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। এ সময় উপস্থিত ছিলেন পেশকার জিহন আলী, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিক জুয়েলসহ একদল পুলিশ সদস্য।