দামুড়হুদার কার্পাসডাঙ্গার রাস্তাটি নিজ উদ্যোগে সংস্কার করলেন আব্দুল মালেক 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কাষ্টমমোড়ের জলাবদ্ধতা ও বেহাল রাস্তার সংস্কার কাজ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই রাস্তার সংস্কার কাজ করা হয়।

জানা গেছে, দর্শনা –  মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা কাষ্টমমোড়ের রাস্তা খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধতার সৃষ্ট হয়। এতে করে যানবাহন চালক, যাত্রী, পথচারীসহ সাধারণ মানুষের দূর্ভোগ পোহাতে হয়। আর এই ভোগান্তির হাত থেকে রক্ষা করতে ও জনগনের সুবিধার্থে স্থাণীয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তেল পাম্প ও ইটভাটা মালিক আব্দুল মালেক নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে সেখানে ইট দিয়ে রাস্তাটি সংস্কার করেছে। এতে করে ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে যানবাহন চালক, যাত্রী, পথচারীসহ সাধারণ মানুষ। এবিষয়ে সংস্কার কাজে অংশ নেয়া সিদ্দিকুর রহমান জানান, আজ সকালে ইট ফেলা হয়েছে। আর একটু দিলেই বাকিটা পূরন হয়ে যাবে। আজ বিকালে বা কাল সকালে ফেলা হবে। এদিকে দর্শনা – মুজিবনগর সড়কের কাজ অতিসত্বর শুরু হবার কথা রয়েছে কিন্তু করোনা ভাইরাসের কারনে কাজ বন্ধ রয়েছে। উল্লেখ্য ২১ এপ্রিল এই কাষ্টমমোড়ে সকালে যানবাহন উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

 

Comments (0)
Add Comment