দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের পক্ষে ফলক উম্মোচনের মধ্যদিয়ে ওই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদফতর চুয়াডাঙ্গার কারিগরি সহায়তায় ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে আগামী এক বছরের মধ্যে ওই একাডেমিক ভবন নির্মাণকাজ শেষ করা হবে বলে জানান শিক্ষা প্রকৌশল অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী প্রকৌশলী ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দীন লাভলু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন মাস্টার, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, ঠিকাদার হাজি আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দীন, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মেম্বার, জালাল উদ্দীন, এনামুল কবীর, গুলজার আলী, দেলোয়ার হোসেন, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দীন খুশি, সহকারী শিক্ষক সৈয়দ শামসুল হক, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিশান তরফদার প্রমুখ।