কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের সোহেল কসাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আরামডাঙ্গা গ্রামের মো. সহিদ কসাইয়ের ছেলে সোহেল কসাই (২০) মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে নাটুদাহের ছাতিয়ানতলা মোড়ে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কার্পাসডাঙ্গার স্থানীয় ক্লিনিকে নিয়ে আসে চিকিৎসার জন্য। স্থানীয় ক্লিনিকের চিকিৎসক আবুল কাশেম তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।