দর্শনা অফিস: দর্শনা মোবারকপাড়ার আনোয়ার কাজীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পাঠান পাড়ার শাহাবুদ্দিন খানের ফার্মেসির সামনে থেকে তাকে দর্শনা থানা পুলিশ গ্রেফতার করে। এ সময় আনোয়ারের নিকট থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আনোয়ার কাজী (৩১) দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার কায়েম কাজীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই মাহমুদুল হাসান মিন্টু, এএসআই মারুফুল ইসলাম ও শাহিন আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ায়। এ সময় শাহাবুদ্দিন খানের ফার্মেসির সামনে আনোয়ার কাজীকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঠানপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে মুন্না (৩১) পালিয়ে যায়। গ্রেফতারকৃত আনোয়ারের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই মাহমুদুল হাসান মিন্টু বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত আসামি আনোয়ার ও পলাতক আসামি মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।