দর্শনা অফিস: কড়া পুলিশি প্রহরায় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার ত্রি-বার্ষিক সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আলমগীর হোসেন মোল্লা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম জাকারিয়া জাকির। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতীহিনভাবে ইউনিয়নের দর্শনা শাখা কার্যালয়ে ৩টি বুথে গোপন ব্যালটের মাধ্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৬৩৭ জন ভোটারের মধ্যে ৫৫১ ভোট পোল হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সহ-সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সালাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের ১৩টি পদের মধ্যে ৩টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকী ১০টি পদের বিপরীতে গোপন ব্যালোটের ভোটগ্রহণ করা হয়েছে। সহ-সভাপতি দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৩জন। এদের মধ্যে আজাদ হোসেন (চেয়ার) প্রতীকে ২৪৮ ও মিনারুল ইসলাম মিনা (তালগাছ) প্রতীকে ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী শুকুর আলী (হরিণ) প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে এম জাকারিয়া জাকির (মশাল) প্রতীকে ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন (কুড়েঘর) প্রতীকে ১৪৫ ও ছানোয়ার হোসেন (হাতুড়ি) প্রতীকে পেয়েছেন ৬২ ভোট। যুগ্ম-সম্পাদক পদে সাদ্দাম হোসেন (আনারস) প্রতীকে ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান রুনু (মাছ) প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট। প্রচার সম্পাদক পদে ওয়াসিম (মই) প্রতীকে ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন মিয়া (দেয়াল ঘড়ি) প্রতীকে ১৭৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শামীম হোসেন (কলস) প্রতীকে ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী রিন্টু জামান (চশমা) প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট। ৪জন কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী করেছেন ৬ জন প্রার্থী। মিনাজ উদ্দিন (হাঁস) প্রতীকে ২৭৬, আনোয়ার হোসেন (মোমবাতি) প্রতীকে ২৬০, আলমগীর হোসেন (হাতপাখা) প্রতীকে ২১৮ ও সাইফুল ইসলাম (চাকা) প্রতীকে ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল ইসলাম (টেবিল ফ্যান) প্রতীকে ১৬৩ ও আমিরুল ইসলাম (মোরগ) প্রতীকে পেয়েছেন ১২৮ ভোট। বিকেল সাড়ে ৫টার দিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটের ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজি রিপন ম-ল।