দর্শনা অফিস: দর্শনা মেমনগরে বিট পুলিশিং কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ২নং বিট পুলিশিং কমিটির এ সভা অনুষ্ঠিত হয় মেমনগর বক চত্বরে। এ সভায় প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা) সার্কেল) জাকিয়া সুলতানা। দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিট পুলিশিং অফিসার, থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাস, সহকারী অফিসার এসআই শামীম রেজা, কমিটির সভাপতি প্যানেল মেয়র রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলায়মান কবির, আ.লীগ নেতা শফিকুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডল।