দর্শনা প্রেসক্লাবে ১২ সদস্য অন্তর্ভূক্ত নবাগতদের ফুলেল শুভেচ্ছা

 

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবে ১২জন সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। নবাগতদের ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানানো হয়েছে প্রেসক্লাবের পক্ষ থেকে। হাসমত আলী, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, আ.রহমান, সুকমল চন্দ্র দাস বাধন, মাসুম বিল্লাহ, আ.হান্নান ও আবিদ হাসান রিফাতকে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতিতে স্থায়ীভাবে সদস্যপদ দেয়া হয়েছে। এছাড়া সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে সুজন মাহমুদ, ফরহাদ হোসেন, আবজাজুল হক বাদল ও ইয়াছিন আরাফাতকে। গতকাল সোমবার সন্ধ্যায় ১২ জনকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যুর্থনা জানানো হয়। দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় নতুনদের দিকনির্দেশনামূলক আলোচনা করেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এফএ আলমগীর। সাবেক সভাপতি ইকরামুল হক পিপুলের উপস্থাপনায় আরো আলোচনা করেন সাবেক সভাপতি হানিফ ম-ল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, জিল্লুর রহমান মধু, রাজিব মল্লিক প্রমুখ।

 

Comments (0)
Add Comment