দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন হিজলগাড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকলের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন হিজলগাড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। আলোচনা করেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সিনিয়র সাংবাদিক এফএ আলমগীর, সাবেক সভাপতি হানিফ ম-ল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, মনিরুজ্জামান সুমন, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক লাবলুর রহমান। দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুলের প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাব্বির আলীম, আব্দুল হান্নান, মাসুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, সুকমল চন্দ্র দাস বাধন, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন, আব্দুর রহমান, মাহফুজ আলম, আব্দুস সামাদ অপূর্ব, সেলিম রেজা, নিশান আহমেদ, জহিরুল ইসলাম জনি, ইসরাফিল আলম নিরব, নয়ন আহমেদ, সম্রাট হোসেন প্রমুখ। এ সময় হিজলগাড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে হিজলগাড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রত্যেককে।

Comments (0)
Add Comment