দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজারের বিসমিল্লাহ হোটেলের মালিক কামাল উদ্দিন আর নেই। গত পরশু সোমবার রাত ৯ টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না ………. রাজিউন)। হার্টে সমস্যাজনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন কামাল উদ্দিন। গত ৬ দিন আগে অবস্থার অবনতি দেখা দিলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় দর্শনা থানাপাড়ার কামাল উদ্দিনকে। গতকাল জোহর বাদ পুরাতন বাজার জামে মসজিদ চত্বরে জানাজার নামাজ শেষে মোবারকপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলামের পিতা কামাল উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।