দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে ঝাঝাডাঙ্গার কলম হোসেনকে। কলমের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই হারুন উর রশিদ ও এএসআই আবু বক্কর সিদ্দীক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামে। পুলিশ ওই গ্রামের পশ্চিমপাড়ার কলম হোসেনের মেহগনি বাগান থেকে গ্রেফতার করেন ঝাঝাডাঙ্গার আবু তালেবের ছেলে কলম হোসেনকে (২৮)। গ্রেফতারকৃত কলমের কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় এসআই হারুন উর রশিদ বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত কলম হোসেনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।