স্টাফ রিপোটার: দর্শনা ছ’ডাঙ্গা মাঠে এসকেভেটর ভেকু আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় ১৩ জনকে আসামি করে দায়ের করা হয়েছে মামলা। মামলাসূত্রে জানা গেছে, দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের হাজি আকমত আলীর ছেলে ঠিকাদার শামসুজ্জামান সোহেল বেশ কিছু আগে জীবননগর থেকে এসকেভেটর ভেকু ভাড়ায় আনেন। গত মঙ্গলবার গভীর রাতে দক্ষিণচাঁদপুর ছ’ডাঙ্গা মাঠের শাহজুল মিয়ার বালিখোলায় ওই ভেগুতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় সোহেল বাদী হয়ে দর্শনা পৌরসভার সাবেক কমিশনার আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নফরসহ ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।