দর্শনা ও দামুড়হুদা থানার নবাগত ওসিসহ ধীরু বাউলকে সম্মাননা

 

দর্শনা অফিস: দর্শনা ও দামুড়হুদা থানার নবাগত ওসিসহ ধীরু বাউলকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ আয়োজন করা হয়। দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ, দামুড়হুদা থানার নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও ট্যালেন্ট হান্ট টপটেন, দেশবরণ্য বাউল শিল্পী, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ধীরু বাউলকে সম্মাননা স্মারক দেয়া হয়। সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাবেক সভাপতি হানিফ ম-ল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, মনিরুজ্জামান সুমন, হাসমত আলী, মাসুম বিল্লা, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, আ. হান্নান, বাধন প্রমুখ।

Comments (0)
Add Comment