দর্শনা আকন্দবাড়িয়ার গরু ব্যাপারী মিঠুন ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার গরুর ব্যাপারী মিঠুন ইয়াবাসহ ঢাকা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। মিঠুন গ্রেফতার হলেও সাথে থাকা এলাকার চিহ্নিত মাদক কারবারি ওয়াসিম সটকে পড়েছে। এ ঘটনায় পুলিশ মামলা দায়েরসহ গ্রেফতারকৃত মিঠুনকে আদালতে সোপর্দ করেছে। পুলিশ জানায়, ঢাকা দারুস সালাম থানার এসআই আবু জাফর মো. তারিক সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুরের দিকে মাদক বিরোধী অভিযান চালায় গাবতলী মাজার রোড এলাকায়। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মাঝপাড়ার ছানোয়ারের ছেলে এলাকার চিহ্নিত মাদককারবারি ওয়াসিম (৪০) পালিয়ে গেলেও ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিঠুন (৩৮) পুলিশের হাতে গ্রেফতার হয়। আটক মিঠুন একই গ্রামের ফার্মপাড়ার মৃত শাহাবুল হকের ছেলে। এ বিষয়ে পুলিশ ঢাকার দারুস সালাম থানায় একটি মামলা দায়েরসহ গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করেছে।

Comments (0)
Add Comment