দর্শনা অফিস: দর্শনায় ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা শান্তিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-শান্তিপাড়ার লিটন আলীর ছেলে আরমান মিয়া (২৫) এবং মোবারক পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রেজোয়ানকে (২৪)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে থানার এসআই আহাম্মেদ আলী বিশ্বাস, এএসআই বশির আহম্মেদ ও হাসানুল বান্না সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা শান্তিপাড়ায়। শান্তিপাড়ার সেকেন্দারের ছেলে সোহাগের ভাড়া বাড়ির সিঁড়ি ঘর থেকে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা। এ ঘটনায় গ্রেফতার করা হয় লিটন আলীর ছেলে আরমান মিয়া ও মোবারক পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রেজোয়ানকে। এসআই আহাম্মেদ আলী বিশ্বাস বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় দায়ের করেছেন মামলা।