দর্শনা অফিস: দর্শনা বাসস্ট্যান্ডে সিএনিজ চালকের হাতে আহত হয়েছেন বাসের সুপারভাইজার সিজার। প্রতিবাদে বাস চালক, হেলপার ও সুপারভাইজাররা চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করেছে পুলিশ। হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের একটি বাসে (যার রেজিঃ নং ঢাকা মেট্রো-জ-১১-০০৫২) দর্শনা বাসস্ট্যান্ডের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে যশোরগামী একজন যাত্রী তোলা হয়। এ নিয়ে সিএনজি চালকরা ক্ষেপে যায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের উপর। এক পর্যায়ে ঘটে হাতাহাতির ঘটনা। সিএনজি চালকদের রডের আঘাতে আহত হন চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের সাজ্জাদ হোসেনের ছেলে বাস সুপারভাইজার সিজার হোসেন। রক্তাক্ত জখম সিজারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে সিজারের উপর হামলার প্রতিবাদে তৎক্ষণিক দর্শনা বাসস্ট্যান্ডে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়ক অবরোধ করে রাখে বাস চালক, সুপারভাইজার ও হেলপাররা। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে যান দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন। পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। তবে হামলাকারীদের গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে বলেও জানায় পুলিশ।