দর্শনা অফিস: ঝিনাইদাহ র্যাব সদস্যরা দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। দর্শনা শান্তিপাড়ায় এ অভিযান চালিয়ে আটক করেছে গাফফারকে। উদ্ধার করেছে ইয়াবা ট্যাবলেট। থানায় দায়ের করেছে মামলা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদাহ-৬ ব্যার’র একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা রেলগেট-শান্তিপাড়া সড়কে। ওই সড়ক থেকে আটক করা হয় শান্তিপাড়ার আলতাব মিয়ার ছেলে আব্দুল গাফফারকে (৭০)। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গাফফারের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় র্যাবের পক্ষে বাদী হয়ে গতকাল শুক্রবার দর্শনা থানায় আটককৃত গাফফারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।