১৩০ লিটার কেরুজ বাংলা মদসহ একজন আটক
দর্শনা অফিস: দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে অভিযুক্ত এক মাদক কারবারীকে আটক করলেও কৌশলে পালিয়েছে আরেকজন। উদ্ধার করা হয়েছে ১৩০ লিটার কেরুজ বাংলা মদ। আটককৃতসহ পলাতকদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার আজমপুরে। আজমপুর দালাল অফিস মোড় সংলগ্ন হারুনুর রশিদ বাবুর্চির ছেলে মারুফ ওরফে অন্তরের বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১০০ লিটার কেরুজ বাংলা মদ। এ সময় কৌশলে পালিয়ে যান মারুফ খান ওরফে অন্তর (২৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পক্ষ থেকে বলা হয়েছে, মারুফ খান অন্তরের বসতঘর থেকে ১০০ লিটার কেরুজ (রেক্টিফাইড স্পিরিট) বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে মারুফ খান অন্তরকে পলাতক আসামি করে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার আব্দুল হামিদ মিয়ার ছেলে বাবু মিয়ার বাড়িতে তল্লাশী অভিযান চালায় একই দল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পক্ষ থেকে বলা হয়েছে, বাবু মিয়ার বসতঘর থেকে ৩০ লিটার কেরুজ (রেক্টিফাইড স্পিরিট) উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় বাড়ি মালিক বাবু মিয়াকে (৫৮)। এ ঘটনায় উপ-পরিদর্শক আকবর হোসেন গ্রেফতারকৃত বাবু মিয়ার বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।