দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনকারীর ২ মাসের কারাদণ্ড

 

দর্শনা অফিস: দর্শনায় ভ্রাম্যামাণ আদালতে কামাল হোসেন নামের এক মাদক সেবনকারীকে কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম করাদ- প্রদানসহ অর্থদ- করেন। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই আহম্মদ আলী বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় দর্শনা পুরাতন বাজার চত্বরে। এ সময় বাজারের দোয়েল চত্বর মোড়ের সুমনের ফল দোকানের সামনে থেকে অভিনব কায়দায় কোমল পানীর বোতলে করে ফেনসিডিল বহনের অপরাধে কামাল হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতকে ২ মাসের বিনাশ্রম কারাদ- ও নগদ ৫শ টাকা অর্থদ-ের রায় প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত কুমার সিংহ।

Comments (0)
Add Comment