দর্শনা অফিস: ‘সামাজিক ও মানবতার সেবাই আমরা’ সেøাগানকে বুকে ধারণ করে ভালোবাসার বন্ধন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ পেয়েছে বেশ কিছুদিন আগেই। মানব কল্যাণে স্বেচ্ছাসেবার লক্ষে ভালোবাসার বন্ধনের দর্শনা থানা কমিটি ঘোষণা হয়েছে প্রথম সম্মেলনে। গতকাল রোববার বিকেলে দর্শনা অডিটেরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে সভাপতিত্ব করেন ভালোবাসার বন্ধনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আরিফ তরফদার। আলোচনা করেন কেরুজ চিনিকলের এডিএম শেখ শাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, ওয়ার্কাসপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, ক্রীড়া সংগঠক গিয়াসউদ্দিন পিনা, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, দামুড়হুদা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ প্রমুখ। উপস্থাপনা করেন জামিল রুবেল। সম্মেলনে সাইফুল ইসলাম পল্টু সভাপতি ও নুরুন নবী সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩০ সদস্য বিশিষ্ট দর্শনা থানা ভালোবাসার বন্ধন কমিটি ঘোষণা করা হয়েছে।