দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে অভিযুক্ত এক মাদক কারবারীকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা থানা পুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ডে। পুলিশ বাস স্ট্যান্ডের ভাই ভাই হোটেলের বিপরীতে রাস্তার পাশ থেকে গ্রেফতার করে দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গোরস্থান পাড়ার জুলফিকার আলীর ছেলে রকিবুল ইসলামকে (৩০)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃত রকিবুলের কাছ থেকে ১৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রকিবুলের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছে।