দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে অভিযুক্ত ৪ মাদককারবারিকে। থানায় ৪ জনের বিরুদ্ধেই দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার সকাল ৬টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজলের নির্দেশে এএসআই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা আকন্দবাড়িয়া আবাসনের সামনে। পুলিশ আবাসনের সামনে থেকে গ্রেফতার করেছে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের আবুল কালামের ছেলে রুবেল (৩০), শাহিনুল ইসলামের ছেলে মাহফুজ (২৮), দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুরের দ্বীন মোহাম্মদের ছেলে আব্দুল হাকিম (৩০) ও দর্শনা জয়নগরের মহিউদ্দিনের ছেলে রানাকে (২০)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে গতকালই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।