দর্শনা অফিস: দর্শনা রেলবাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়েছে। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রেলবাজারের আল্লাহর দান হোটেল, হক স্টোর ও আল আমিন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও মূল্যতালিকা না থাকায় আল্লার দান হোটেল মালিক খন্দকার জহিরুল ইসলামকে ৭ হাজার টাকা ও মেসার্স হক স্টোরের স্বত্বাধিকারি ইছাহাক মোল্লাকে ৮ হাজার টাকা জরিমানা জরিমানা করেন সজল আহমেদ। এসময় সজল আহমেদ কাঁচাবাজার ও মাংসের দোকানে তদারকিকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের প্রতিদিনের ক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, দর্শনা রেলবাজার কমিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকশ দল।