স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা ও দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদলা দায়ের করা হয়েছে।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা ব্রিজমোড় থেকে দুজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ বোতল ফেনসিডিল। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দামুড়হুদা খাঁপাড়ার আজাদ আলির ছেলে সাইফুল ইসলাম (৩২) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ মালোপাড়ার চাঁন্দুর ছেলে মিলন (৪০)। এ ঘটনায় আরও একজনকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই খাঁন আব্দুর রহমান, এসআই কামরুল হাসান, এসআই সোয়াদ বিন মোবারক সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা ব্রিজ মোড়ে অভিযান পরিচালনা করেন। এসময় টিভিএস ১৬০ সিসির একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন সাইফুল ইসলাম। এসময় পুলিশ তার পিছু নিয়ে আটক করে এবং শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ৮ বোতল ভারতীয় ফেনসিডিল। একই সাথে আটক করা হয় মিলনকে। এ ঘটনায় আটককৃত সাইফুল ও মিলনসহ আরও একজনকে পলাতক আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে ঝিনাইদহের নয়ন ও দর্শনার কুরবানকে। গতকাল রোববার ভোর ৫টার দিকে দর্শনা থানার এসআই আহম্মেদ আলী বিশ্বাস, এএসআই মারুফুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ায়। পুলিশ পাঠানপাড়ার রেল কলোনির তারিকুলের বাড়ির নিকট রাস্তার ওপর থেকে আটক করে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের জাহাঙ্গীর সরকারের ছেলে নয়ন সরকার (২২) ও দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার হোসেন আলীর ছেলে কুরবান আলীকে (৪৫)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই আহম্মেদ আলী বিশ্বাস বাদী হয়ে গতকালই দর্শনা থানায় আটককৃত নয়ন সরকার ও কুরবান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।