স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় জেলা ট্রাফিক পুলিশ ঝটিকা অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ৫৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত মোটরসাইকেলগুলো দর্শনা থানায় রাখা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মনিরুজ্জামান ও মমিন হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার দর্শনা পৌর শহরের বিভিন্ন জায়গায় মোটরযান অভিযান চালায়। অভিযান চালিয়ে মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৫৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আটক করেন। আটককৃত মোটরসাইকেলগুলো দর্শনা থানা হেফাজতে রাখেন।