দর্শনায় ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজের মায়ের ইন্তেকাল

দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজের মা নার্গিস বেগম ইন্তেকাল করেছে (ইন্না ………. রাজেউন)। দর্শনা কলেজপাড়ার আজাদ আলীর স্ত্রী নার্গিস বেগম দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে অক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডি আহম্মদ মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। গতকালই সন্ধ্যা পৌনে ৮ টার দিকে নার্গিস বেগমের লাশ নিজ বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। রাত ৯ টার দিকে দর্শনা কলেজ মাঠে জানাজা নামাজ শেষে মোবারকপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ছাত্রলীগ নেতা পারভেজের মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সহ-সভাপতি সোলায়মান কবির, সহ-সম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সহসভাপতি মামুন শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, দর্শনা সোসাইটির নির্বাহী পরিচালক শামসুজ্জামান পলাশ, ব্যবস্থাপক (সার্বিক) আরাফাত হোসেন মিস্টার প্রমুখ।

 

Comments (0)
Add Comment