দর্শনা অফিস: দর্শনায় ৬ কেজি গাঁজাসহ জনি আক্তার (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক মাদক কারবারি দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, রাতে রাঙ্গিয়ারপোতা গ্রামে দর্শনা থানার এসআই তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় দর্শনা থানাধীন নতুনপাড়া গ্রামের জনৈক মোসলেম উদ্দীনের বাড়ির সামনে রাঙ্গিয়ারপোতা হতে সিংনগরগামী পাঁকা রাস্তার ওপর ওঁৎ পেতে বসে থাকে। ওই সময় একটি ইজিবাইকে এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ইজিবাইকসহ যুবক জনি আক্তারকে আটক করে। পরে তার গাড়ি তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।