দর্শনায় গাঁজাসহ ইশ্বরচন্দ্রপুরের আব্দুর রাজ্জাক গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দর্শনা পৌর এলাকার ইশ্বরচন্দ্রপুরের আব্দুর রাজ্জাককে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই আহম্মেদ আলী বিশ্বাস ও এএসআই তুহিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা আকন্দবাড়িয়ায়। পুলিশ ওই এলাকার মুকুলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে গ্রেফতার করে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের গোলাম হোসেনের ছেলে আব্দুর রাজ্জাককে (৪০)। এ সময় গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের ব্যবহৃত ভ্যানের নিচে বস্তার মধ্য থেকে ১ কেজি গাঁজা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় এসআই আহম্মেদ আলী বিশ্বাস বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment