দর্শনা অফিস: দর্শনায় ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই তাইফুজ্জামান, এএসআই তুহিন হোসেন ও হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান আকন্দবাড়ীয়ায়। পুলিশ আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মিলন হোসেনের বাড়ির পেছনের রাস্তা থেকে গ্রেফতার করে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর পুরাতন মসজিদপাড়ার রায়হান উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (২৮)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতের কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই তাইফুজ্জামান বাদী হয়ে হয়ে গতকালই গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।