দর্শনা অফিস: দর্শনার বড়বলদিয়ার অভিযুক্ত ২ মাদককারবারীকে গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজলের নেতৃত্বে এসআই আহম্মদ আলী এবং এএসআই শাহীন আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান রামনগর প্রতিবন্ধী স্কুলের সামনের সড়কে। এ সময় পুলিশ গ্রেফতার করে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের আফিল উদ্দিনের ছেলে বিপ্লব (৩০) ও সোহরাব হোসেনের ছেলে ইমরানকে (৩৪)। পুলিশের পক্ষ থেকে দেয়া তথ্যনুযায়ী গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি গাঁজা। এ ঘটনায় এসআই আহম্মদ আলী বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।