দর্শনা অফিস: কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের অবসরপ্রাপ্ত ট্রাক চালক বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন খান (৬৮) আর নেই (ইন্না লিল্লাহে ……….. রাজেউন)। গতকাল সোমবার সকাল ৯টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববির চাচা মোতালেব হোসেন খান মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আছর বাদ কেরুজ ক্লাব মাঠে জানাজার নামাজ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশের একটি চৌকসদল গার্ড অব অনার দেয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এছাড়া জানাজা ও দাফনে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি এরশাদ আলী, জয়নাল আবেদীন, নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা আব্দুল মান্নান খান, শেখ আসলাম আলী তোতা, যুবদলনেতা এনামুল হক শাহ মুকুল প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মোতালেব খানের লাশ আনোয়ারপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।