দর্শনা অফিস: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এজিএস, বাংলা কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিংকু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দর্শনা মোবারকপাড়ার মোজাফ্ফর হোসেনের ছেলে রিংকু গত ২ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে ঢাকাস্থ বাসায় চিকিৎসাধীন ছিলেন। রিংকুর অবস্থার অবনতি দেখা দিলে গত ১২ জুলাই তাকে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তাকে পিজি হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়ে রিংকু দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।